সর্বজনীন মানসম্মত শিক্ষাই মানুষকে সকল প্রকার অনগ্রসরতা থেকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারে, সর্বজন স্বীকৃত এ উপলব্ধি থেকে এলাকার সর্ব স্তরের জনগোষ্ঠীর ব্যপক অংশগ্রহণের মাধ্যমে 1994 সালে 6 অক্টোবর অরাজনৈতিক ও ধুমপান মুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতিতে আগরপুর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা-বরিশাল মহা সড়কের বাটাজোড় স্টেশন থেকে মাত্র পাঁচ কিলো মিটার পূর্ব দিকে মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজটির অবস্থান। কলেজ ক্যাম্পাসের মোট জমির পরি মান 7 একর। 5টি একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং শিক্ষকদের পরিবারসহ বসবাসের জন্য 3টি আবাসিক ভবন বিদ্যমান। উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবস...
© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.