# | Title | Member Name | Details | Action |
---|---|---|---|---|
1 | President, Agarpur College | Salahuddin Ahmed President | সার্বজনীন মান সম্মত শিক্ষাই মানুষকে সকল প্রকার অনগ্রসরতা থেকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে” সর্বজনস্বীকৃত এ উপলব্ধি থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত আগরপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আগরপুর কলেজ। দেশ বরেণ্য গুণী জনের জন্ম ও লালনভূমি আগরপুর, যা ঐতিহ্যবাহী সন্ধ্যা নদীর স্নিগ্ধ প্রবাহ সমৃদ্ধ এক অঞ্চল। অপরূপ সৌন্দর্য্যের লীলা ভূমি ঢাকা–বরিশাল মহাসড়কের 6 কিলোমিটার পূর্ব দিকে অত্যন্ত মনোরম ছায়া সুশীতল পরিবেশে কলেজটি অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি বরিশাল তথা দক্ষিন বাংলার বিশাল জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ এবং মেধা বিকাশের দায়িত্ব বহন করে আসছে। খুব অল্প সময়ে কলেজটি বরিশাল শিক্ষাবোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়াধীন বিবিধ পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলে সক্ষমতা অর্জন করেছে। সুসজ্জ্বিত আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, বিশাল খেলার মাঠ, শিক্ষকদের আবাসিক কোয়াটার, সম্পূর্ণ ধুমপান ও রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ এবং দক্ষ শিক্ষকমন্ডলী এ কলেজের গৌরব। আমি এ কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করছি। | |
2 | Principal. Agarpur College | MD. Ebaydul Huque Principal | দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। এ অঙ্গীকার নিয়ে এলাকার সর্বস্তরের জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে 1994 সালের 6ই অক্টোবর অরাজনৈতিক ও ধুমপানমুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় আগরপুর ডিগ্রি কলেজ। যাদের ঐকান্তিক শ্রম এবং অনুদানে প্রতিষ্ঠিত এই কলেজ,আমি তাদের কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করি। কলেজ ক্যাম্পাসের মোট জমির পরিমান প্রায় 7 একর যেখানে 7টি একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবন বিদ্যমান। উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা এবং ডিগ্রি পর্যায়ে বিএস-সি, বিএ,বিবিএস ও বিএসএস কোর্স চালু আছে। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি ও বিএ/বিএসএস কোর্সের স্টাডি সেন্টার বিদ্যমান। বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক যন্ত্রপাতি সম্বলিত গবেষণাগার, শীতাতপ নিয়ন্ত্রিত ২টি আধুনিক কম্পিউটার ল্যাব এবং সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। বিবিধ খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ, প্রচুর বৃক্ষরাজি, পরিস্কার পরিচ্ছন্ন মনোরম ক্যাম্পাস যা সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ভর্তির পরেই 15/20 জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক নিয়োগ করা হয়। শিক্ষার্থীর প্রাপ্ত ফলাফলের ক্রমোন্নতির অঙ্গীকার নিয়ে নিবিড় তদারকি, মোবাইলের মাধ্যমে শিক্ষার্থী/অভিভাবকের সাথে যোগাযোগ রক্ষা এবং বাড়িতে গিয়ে সরেজমিনে শিক্ষার্থীর অধ্যয়নের অগ্রগতি তদারকি করা হয়। ফলশ্রুতিতে শিক্ষার্থীদের ভর্তিকালীন প্রাপ্ত ফলাফলের চেয়ে পরবর্তী পাবলিক পরীক্ষার ফলাফলের অগ্রগতি লক্ষনীয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি বরিশাল শিক্ষাবোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দান এবং আদর্শ মানুষ গঠনের মাধ্যমে ভবিষ্যৎ জীবনে দক্ষ এবং আলোকিত সু-নাগরিক তৈরি করা যা ইতোমধ্যেই শিক্ষার্থীদের গৌরবময় ফলাফলের ধারাবাহিক বৃদ্ধিতে সাক্ষ্য বহন করে। শিক্ষা ও সংস্কৃতির মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকলে কলেজটি আরো শ্রেষ্ঠত্বের শিখরে আরোহন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। |
© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.