সর্বজনীন মানসম্মত শিক্ষাই মানুষকে সকল প্রকার অনগ্রসরতা থেকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারে, সর্বজন স্বীকৃত এ উপলব্ধি থেকে এলাকার সর্ব স্তরের জনগোষ্ঠীর ব্যপক অংশগ্রহণের মাধ্যমে 1994 সালে 6 অক্টোবর অরাজনৈতিক ও ধুমপান মুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতিতে আগরপুর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা-বরিশাল মহা সড়কের বাটাজোড় স্টেশন থেকে মাত্র পাঁচ কিলো মিটার পূর্ব দিকে মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজটির অবস্থান। কলেজ ক্যাম্পাসের মোট জমির পরি মান 7 একর। 5টি একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং শিক্ষকদের পরিবারসহ বসবাসের জন্য 3টি আবাসিক ভবন বিদ্যমান। উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখা এবং ডিগ্রি পর্যায়ে বিএস-সি,বিএ,বিএসএস এবং বিবিএস। এছাড়া বাংলাদেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি এবং বিএ/বিএসএস কোর্সের স্টাডি সেন্টার বিদ্যমান।সুসজ্জিত আধুনিক বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, বিশাল খেলার মাঠ এবং দক্ষ শিক্ষক মন্ডলী এ কলেজের গৌরব। ভর্তির পরেই 15/20 জন শিক্ষার্থীর জন্য এক জন গাইড শিক্ষক নিয়োগ করা হয়। শিক্ষার্থীর প্রাপ্ত ফলাফলের ক্রমোন্নতির অঙ্গীকার নিয়ে নিবিড় তদারকি, মোবাইলের মাধ্যমে অভিভাবকের সাথে যোগাযোগ এবং বাড়িতে গিয়ে সরেজমিনে শিক্ষার্থীর অধ্যয়নের অগ্রগতি তদারকি করা হয়। ফলশ্রুতিতে শিক্ষার্থীদের ভর্তিকালীন প্রাপ্ত ফলাফলের চেয়ে পরবর্তী পাবলিক পরীক্ষার ফলাফলের অগ্রগতি লক্ষ্যণীয়। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি বরিশাল শিক্ষাবোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে।
© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.