বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস প্রতিষ্ঠানকাল: ১২/১২/১৯৯৫ইং প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ, শীতালক্ষ্যা নদীর পূর্বতীরে অবস্থিত প্রাচীন জনপথ বন্দর উপজেলা বন্দর ইউনিয়নের মিরকুন্ডী গ্রামে। মিরকুন্ডী, বালুচর, তমোদরদী, ছনখোলা, চিনারদী নয়ানগর, মুকফলদী, বিবিজোড়া, আইছতলা কলাবাগ, লম্বাদরদী, সাবদী, রোস্তমপুর, চানপুর এলাকার বিদ্যুৎসাহী ব্যাক্তিগণ ছেলেমেয়েদের শিক্ষা লাভের উদ্দেশ্যে একটি হাই স্কুল স্থাপনের জন্য স্লোগান দেওয়া হয়। মিরকুন্ডীতে স্কুলচাই। মিরকুন্ডীতে স্কুল চাই। জনাব মোঃ তোফাজ্জল হোসেন সাহেবকে নির্বাচনে ফেল করার কারণে হোসেনপুর, চেলারচর, রামগোবীন্দের গাঁও ও একরামপুর এলাকার সাথে জগড়া হয়। এই ঝগড়াকে ...

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.