Time: 08:21 pm
Thursday, 11-Dec-2025

Speech List

#TitleMember NameDetailsAction
1 প্রধান শিক্ষকের বাণী
MD ABU YEAHEA (MSC, MAD)
Principal
প্রধান শিক্ষকের বাণী "শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতিই পারে উন্নত ভবিষ্যৎ নির্মাণ করতে। আমাদের বিদ্যালয় কেবল শিক্ষাদানই নয়, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করাতেও প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, শিক্ষক-অভিভাবকদের সম্মান করো এবং সৎ, পরিশ্রমী ও দায়িত্ববান নাগরিক হয়ে ওঠো। শিক্ষকদের প্রতি আমার অনুরোধ, প্রতিটি শিক্ষার্থীকে ভালোবাসা ও যত্ন দিয়ে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখুন। অভিভাবকদের কাছে আহ্বান, আপনার সন্তানদের সঠিক দিকনির্দেশনা দিতে বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আসুন আমরা সবাই মিলে একটি আলোকিত, আদর্শ ও মানবিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হই। মোঃ আবু ইয়াহিয়া প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয় কামারখন্দ, সিরাজগঞ্জ । মোবাইল নং- ০১৭৫১৮৮৯৯২৮

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.