Time: 07:36 pm
Saturday, 16-Aug-2025

Speech List

#TitleMember NameDetailsAction
1সম্পাদকের বাণী
P.M. Maksudur Rahman
Lecturer
উত্তরবঙ্গের প্রাচীন জনপদ (পুণ্ড্রনগরী) বগুড়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাহালু সরকারি কলেজ দেশ ও জাতির সাফল্যের মডেল হিসেবে পরিচিত। শিক্ষিত জনগোষ্ঠী ও দক্ষ মানবসম্পদ তৈরিতে এই প্রতিষ্ঠান তার সুদীপ্ত সফলতার প্রতীক চিহ্ন ধারণ করে সগর্বে এগিয়ে চলেছে নতুন আঙ্গিকে ও নতুন অঙ্গীকার নিয়ে। জাতীয় জীবনে জ্ঞানী, সুস্থ, সুন্দর ও সৃজনশীল মানুষ তৈরিতে-এ প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও কূপমণ্ডকতার উর্ধ্বে উঠে শিক্ষার্থীদের মেধা ও মননকে বিকশিত করার লক্ষ্যে কলেজে চর্চা হয় নানা কো-কারিকুলার কর্মকাণ্ড। কলেজে রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, অত্যাধুনিক বিজ্ঞান গবেষণাগার এবং পরিকল্পনাধীন ওয়াই-ফাই সমৃদ্ধ ওয়েববেজড শিক্ষা কার্যক্রম। শিক্ষার পাশাপাশি এ কলেজে রয়েছে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধূলা ও সংস্কৃতি চর্চার উপযুক্ত পরিবেশ সহ রাজনৈতিক অবস্থান। দক্ষ মানব সম্পদ ও জ্ঞান পিপাসু ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে আমাদের প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানটি দৃঢ়তার সাথে এগিয়ে যাক, এই কামনা করি। সকলের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় আমরা পৌঁছাব শুদ্ধ, সুস্থ ও অশ্লীলতা মুক্ত এক সমাজ সৈকতে-এ আমাদের একান্ত কামনা, পরম প্রত্যয়।
2আহ্বায়কের বাণী
Md. Afzal Hossain Khan
Lecturer
করতোয়া বিধৌত জেলা শহর বগুড়ার পশ্চিমে অবস্থিত কালু পীরের স্মৃতি বিজড়িত কাহালু উপজেলার প্রাণকেন্দ্রে কাহালু সরকারি কলেজ। নানা বাধা বিপত্তি পেরিয়ে আজকে "কাহালু সরকারি কলেজ" স্ব-নামে মাথা উঁচু করে সবাইকে দেখিয়ে দিয়েছে যে আন্তরিকতা এবং সদিচ্ছা থাকলে অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। আজ জ্ঞান-বিজ্ঞানের শাখা প্রশাখা বিস্তার করে কলেজটি উন্নতির চরম শিখরে এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। প্রসপেক্টাস ও পাঠপরিকল্পনা সার্থক ও সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে সম্মানীয় অধ্যক্ষ জানব ড. মো. আজম আলী খান সাহেবের প্রত্যক্ষ সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব পি এম মাকছুদুর রহমান, 'জ্ঞাপন' পাঠপরিকল্পনাকে বিকশিত করার জন্য সকল বিভগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, ভর্তি কমিটির সদস্যবৃন্দ, কর্মচারীবৃন্দ ও প্রকাশনার সাথে সম্পর্কিত সবার নিকট আমি একান্তভাবে কৃতজ্ঞ এবং সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ভবিষ্যৎ হোক আরও সম্ভাবনাময়। সার্থক হোক সকল শিক্ষার্থীর জীবন। নবাগত শিক্ষার্থীরা শিক্ষা জীবনে সাফল্য লাভের মাধ্যমে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.