Time: 04:20 pm
Wednesday, 13-Aug-2025

Speech List

#TitleMember NameDetailsAction
1অধ্যক্ষ
মোঃ মোজতাবা আরিফ খান
অধ্যক্ষ সরকারি রোটারী কলেজ,অষ্টগ্রাম
অধ্যক্ষের বাণী : বিচ্ছিন্ন জনপদ ভাটি বাংলার আলোকিত নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রোটারী কলেজ অষ্টগ্রাম,কিশোরগঞ্জ এর শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিনির্মাণে সর্বদায় সচেষ্ট। আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের মাধ্যমে বুদ্ধিদীপ্ত,বলিষ্ঠ ও সামাজিক ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদায় নিয়োজিত। আমরা পাঠদানের পাশাপাশি একজন শিক্ষার্থীকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বদায় বহুমাত্রিক কাজ করছি। আমাদেরে মেধাবী ও দক্ষ শিক্ষক বৃন্দ শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন। আল্লাহ আমাদের সহায় হোক।

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.