Time: 10:42 pm
Thursday, 09-Jan-2025

Speech List

#TitleMember NameDetailsAction
1মোঃ আব্দুল ওয়াহেদ
MD. ABDUL WOHED
Principal
<p class="ql-align-justify" style="background-repeat: no-repeat; font-size: 14px; color: rgb(0, 0, 0); line-height: 1.8;"><span style="background-repeat: no-repeat;">এখানে লেখা পড়ার পাশাপাশি প্রতিটি ছাত্র/ছাত্রীকে সৎ, পরিক্রমা ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টা চালানো হয়। শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের জন্য বিষয় ভিত্তক বাস্তব প্রশিক্ষন দেওয়া হয়। দক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাসহ অধ্যক্ষ মহোদয়ের নিবির তথ্যবধায়ন ও সুনির্দিষ্ট দিক নির্দেশনার সুপরিকল্পিত শিক্ষাক্রম,&nbsp;আন্তরিক ও পরিশ্রমী শিক্ষক মন্ডলীর উন্নত মানের শিক্ষন, আধুনিক কম্পিউটার ল্যাবসহ&nbsp;উন্নত ও যুগোপযোগী শিক্ষা উপকরণ দ্বারা শিক্ষাদান। ছাত্র/ছাত্রীদের সার্বিক উন্নতিকল্পে অভিভাবকের ঘনিষ্ট সংশ্লিষ্টতা,&nbsp;BOYRA KSC বৃত্তি প্রদান এবং স্কাউট সহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের প্রশংসনীয় সাফল্য বাংলাদেশ কারিগরি বোর্ডের অধিনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ও প্রধানতম বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ অত্র এলাকাকে করেছে এক শিক্ষার পরিশ্রম ও গভির অনুশিলন সৌভাগ্যের প্রসুতি।&nbsp;যার উজ্জল দৃষ্টান্ত&nbsp;বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ, অত্যন্ত ক্ষুদ্র পরিসরে&nbsp;২০০১ সালে বেড়ার ঘরে যে স্কুলের যাত্রা শুরু অতপর ২০০৪ সালে কলেজ পর্যায়ে উন্নীত হয় এবং ২০০৩ সালে বেসিক কোর্স চালু হয়।&nbsp;২০০৪ সালে ভোকেশনাল শাখা এবং ২০১০ সালে এইচ এস (বিএম ) শাখা এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ তলা বিশিষ্ট নির্মানাধীন ভবনের ৪র্থ তলার নির্মান কার্যক্রম এবং সরকার কর্তৃক ১,১১,৩০, ০০০/- টাকার তিন তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ অব্যহত। এছাড়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ০২টি বাস রয়েছে। ১২০০ জন ছাত্র/ছাত্রীর কলকাকলিতে মুখরিত এক ক্যাম্পাস। বোর্ড ফাইনাল&nbsp;</span>পরীক্ষার ফলাফল বরাবরই ভাল। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ২০১১ সালে এস এস সি&nbsp;(ভোক) ৯ম স্থান এবং এইচ এস সি (বিএম) ৬ষ্ট স্থান,&nbsp;২০১২ সালে এইচ এস সি (বিএম) ৭ম স্থান এবং ২০১৩ সালে এইচ এস সি (বিএম)&nbsp;অর্জনের মাধ্যমে কৃর্তিত্বের স্বাক্ষর রাখে।</p><p style="background-repeat: no-repeat; font-size: 14px; color: rgb(0, 0, 0); line-height: 1.8;">01234567890</p><p style="background-repeat: no-repeat; font-size: 14px; color: rgb(0, 0, 0); line-height: 1.8;"><span style="background-repeat: no-repeat;">আলোক নগরি।</span></p>

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.