Time: 08:10 am
Saturday, 03-May-2025

History

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ হোসেন আলী জন্ম: ০১/০৭/১৯৪৮ মৃত্যু: ০১/১২/২০১২; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হোসেন আলী কাহালু উপজেলার নামানুসারে ১৯৭৩ সালে কাহালু কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৮ সাল পর্যন্ত অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে কলেজকে অনার্স পর্যন্ত উন্নীত করেন।

#

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.