Time: 07:37 pm
Saturday, 16-Aug-2025

History

অধ্যক্ষ

বর্তমান অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. মো. আজম আলী খান-এঁর পরিচিতি : প্রফেসর ড. মো. আজম আলী খান. পিতা: মো. আজিজার রহমান খান, মাতা: মোছা. আছিয়া আজিজ খান। জন্ম: ১৯৭৩ সাালের ০৭ জানুয়ারি। বগুড়া জেলার অন্তর্গত দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার দুবড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম খান পরিবারে। চার ভাই-বোনের মধ্যে তিনিই প্রথম। দেবখÐ ছিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা থেকে ১৯৮৭ সালে দাখিল, তারাজুন মুকছেদিয়া সিনিয়ার মাদরাসা থেকে ১৯৮৯ সালের আলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে (অনুষ্ঠিত-১৯৯৪) দর্শনে বি.এ অনার্স, ১৯৯৩ সালে দর্শনে (অনুষ্ঠিত-১৯৯৬) এমএ, ২০০৪ সালে শাহ সুফি হযরত খাজা মুহাম্মদ ইউনুসআলী এনায়েতপরী (র.) : এঁর সাজ্জাদান্নিশীন পীরজাদা হযরত মৌ. শাহ সূফী খাজা কামাল উদ্দিন নূহ মিয়া (মা.জি.আ.) নক্শাবন্দীয় মুজাদ্দেদী এনায়েতপুরীএঁর নিকট তাসাউফ শিক্ষার বায়াত গ্রহণ, তালিম প্রাপ্ত হন। ২০০৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে এম.ফিল এবং ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ সময় তিনি দেশের প্রখ্যাত ও প্রথিতযশা, মুফাছ্ছির, মুহাদ্দিস, ফকিহ ও ওলামায়ে কেরামগণের তত্ত¡াবধানে কুরআন, হাদীস,উসূলে.হাদীসসহ ইলমেশরীয়ত এবং বিশ্ববিখ্যাত তফসীর গ্রন্থসমূহের জ্ঞান লাভ করেন। তিনি আক্বিদাই সুন্নী, মাযহাবে হানাফী এবং তরীকায়ে নক্শাবন্দীয়া মুজাদ্দিদিয়ার অনুসারী গবেষক ও প্রচারক । সিরাজগঞ্জের কাজিপুর আমিনা মনুসর ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে সহকারী অধ্যাপক (দর্শন) পদে নওগাঁ সরকারি কলেজে যোগদান করেন। এরপর সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। এরপর তিনি সহযোগী অধ্যাপক (দর্শন) পদে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অধ্যক্ষ হিসেবে কাহালু সরকারি কলেজে, কাহালু, বগুড়ায় কর্মরত। তাঁর চারটি গ্রন্থ ও বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

#

Infrastructure

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ হোসেন আলী জন্ম: ০১/০৭/১৯৪৮ মৃত্যু: ০১/১২/২০১২; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হোসেন আলী কাহালু উপজেলার নামানুসারে ১৯৭৩ সালে কাহালু কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৮ সাল পর্যন্ত অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে কলেজকে অনার্স পর্যন্ত উন্নীত করেন।

#

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.