Time: 12:09 pm
Sunday, 20-Jul-2025

History

1

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, প্রত্যেককে নিয়মিত ক্লাশে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। মাসে ১ দিন অনুপস্থিতি গ্রহনযোগ্য হতে পারে, তবে একদিনের অধিক অনুপস্থিত থাকলে প্রতিদিনের ২০ টাকা হারে জরিমানা বেতনের সাথে বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে। আর ৭ দিনের অধিক অনুপস্থিত থাকলে তাকে সামনের কোন পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না। বরং তার নাম গভর্নিং বডিতে উপস্থাপন করে প্রতিষ্ঠান থেকে টিসি দেওয়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য যে, শুধুমাত্র অসুস্থতা ও মানবিক কারণে কারো ছুটির প্রয়োজন হলে ছুটি ভোগ করার পূর্বে অধ্যক্ষের নিকট থেকে ছুটী মঞ্জুর করলে তা বিশেষ বিবেচনা করা যেতে পারে। কিন্তু অনুপস্থিতির পর ছুটী মঞ্জুর করা হবে না। তবে অধ্যক্ষ ব্যতীত অন্য কেউ ছুটি মঞ্জুর করতে পারবে না। এই নীতিমালা ও নির্দেশনা লিখিতভাবে প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদেরকে শ্রেণি শিক্ষকগণ জানাবেন এবং প্রত্যেক অভিভাকের নিকট পৌঁছানো নিশ্চিত করবেন। প্রতিমাসের শেষে উপস্থিতি ও অনুপস্থিতির প্রতিবেদন তৈরি করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে ফাইলবদ্ধ করার জন্য সম্মানিত শ্রেনী শিক্ষকগনকে অনুরোধসহ নির্দেশ করা গেল। উল্লেখ থাকে যে, ৭ দিনের অধিক ছুটি ভোগকারীদের আলাদা প্রতিবেদন তৈরী করতে হবে।

#

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.