জীবনমুখী শিক্ষার শ্লোগান সামনে রেখে ২০০২ সালে চট্টগ্রামের হালিশহরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় হোম ইকনমিক্স সিটি করপোরেশন কলেজ। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত হয় কলেজ ক্যাম্পাস। পরবর্তীতে ২০১৮ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে কলেজটি।চট্টগ্রাম বিভাগের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধীনে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। বর্তমানে কলেজটিতে স্নাতক পর্যায়ে ২টি বিভাগ চালু রয়েছে। ১.খাদ্য ও পুষ্টি ২.সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশীপ এছাড়াও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ৩টি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১.মানবিক ২.ব্যবসায় শিক্ষা ৩.গার্হস্থ্য বিজ্ঞান | সম্মান শ্রেণীর খাদ্য ও পুষ্টি বিষয়টির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফলিত পুষ্টি, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি, ক্লিনিক্যাল ও থেরাপিউটিক নিউট্রিশন, জনস্বাস্থ্য ও পুষ্টি গবেষণাসহ অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী কোর্স সমূহের তত্ত্বীয় ও ব্যবহারিক পাঠ।এ বিভাগের শিক্ষার্থীরা পুষ্টিবিদ, পথ্যবিদ,খাদ্য ও পুষ্টি গবেষক হিসেবে ক্যারিয়ার গঠন করতে পারে। সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশীপ বিষয়টির মধ্যে ভোগ অর্থনীতি, ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন, মানব সম্পদ ব্যবস্থাপনা, রিসার্চ স্ট্যাটিস্টিক্স ইত্যাদি বিষয় গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসা প্রশাসন, ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ইত্যাদি ক্ষেত্র সমূহে কাজ করার সুযোগ সৃষ্টি হয়।এছাড়াও একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে সে বিষয়ে জ্ঞান অর্জন করে থাকে।
© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.