Time: 09:45 pm
Monday, 14-Oct-2024

History

Historical Background

ঐতিহাসিক পটভূমিঃ নাচোল সরকারি ডিগ্রি কলেজ ইলা মিত্রের স্মৃতিবিজড়িত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় অবস্থিত। বহুকাল ধরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত এই বরেন্দ্র অঞ্চল শিক্ষা সুবিধাবঞ্চিত, অনগ্রসর, যোগাযোগ বিচ্ছিন্ন ও অবহেলিত জনপদ হিসেবে পরিগণিত ছিল। মহান স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭২ খ্রিস্টাব্দে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। এই এলাকার আলোকিত মানুষগণের মেধা, শ্রম, অনুদানে কলেজটি তিলে তিলে গড়ে উঠতে থাকে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের মাধ্যমে কলেজের যাত্রা শুরু হয়। এই পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান কার্যক্রম চালু আছে। ১৯৯০ খ্রিস্টাব্দে এই কলেজ ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে ডিগ্রি পর্যায়ে বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি কোর্স চালু আছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল ২০১৫ খ্রিস্টাব্দে নাচোল ডিগ্রি কলেজটিকে জাতীয়করণের জন্য সদয় নির্দেশনা প্রদান করেন। অতঃপর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ০৬ নভেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ হতে কলেজটিকে জাতীয়করণ করা হয়। নাচোল সরকারি ডিগ্রি কলেজে বর্তমানে প্রায় ২০০০ শিক্ষার্থী পড়ালেখা করে। পড়ালেখার পাশাপাশি এখানে সাংস্কৃতিক কর্মকান্ড, বিজ্ঞান ক্লাব, রোভার, গার্ল ইন রোভার, রেড ক্রিসেন্ট ইত্যাদি সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালিত হয়। সবুজ-শ্যামলীমায় ঘেরা গ্রাম বাংলার প্রান্তিক এলাকায় প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ চতুর্থ বিপ্লবে অংশ নিয়ে টেকসই উন্নয়নে ভূমিকা রাখার উপযোগী মানব সম্পদ গঠনে নিরন্তর কাজ করে চলেছে।

#

© 2024, Designed & Developed by Sheba Digital Ltd.