Time: 10:11 pm
Thursday, 09-Jan-2025

History

TILAKPUR HIGH SCHOOL

শিক্ষার আলোকবর্তীকা হয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয় ১৯৩১ সালে ই,এম,ই বা, মাইনর স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে ১৯৪৭ সালে। তৎকালীন অত্র অঞ্চলের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম কাদের আলী সোনার এবং প্রতাপশালী ব্যক্তিত্ব মরহুম রমজান আলী পাহলোয়ান, কামাল উদ্দীন মন্ডল, রজব উদ্দীন আকন্দ, ফিরোজ আহমেদ খাঁন প্রমূখ ব্যক্তিবর্গের উদ্যোগে এবং প্রত্যক্ষ সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের সমস্ত সম্পত্তিই দান করেন এলাকার ঐতিহ্যবাহী মন্ডল পরিবারের মরহুম আজগর আলী মন্ডল, আস্কর আলী মন্ডল, লস্কর আলী মন্ডল, একাব্বর আলী মন্ডল ও সম্ভ্রান্ত হিন্দু পরিবারের স্বর্গীয় ভগবত শাহ্ এবং মন্ডল পরিবারে অন্যান্য সদস্যগণ। এলাকার সর্বসাধারনের সাহায্য ও সহযোগিতায় গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তিলকপুর উচ্চ বিদ্যালয়।

#

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.