১৯৯৪ সালে বগুড়া জেলা উন্নয়ন সংস্থা নামে বেসরকারিভাবে গঠিত হয় একটি সংগঠন। যে সংগঠন বগুড়া জেলার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার দীপ্ত মানসিকতা নিয়ে আত্মপ্রকাশ করে। উক্ত উন্নয়ন সংস্থার কর্ণধার ছিলেন লে. কর্ণেল (অবঃ) জিল্লুর রহমান, সাবেক পৌর কমিশনার কামরুল আলম রিপু, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, বিশিষ্ঠ সাংবাদিক মতিউল ইসলাম সাদী, মরহুম সাংবাদিক শেখ মাহবুব হােসেন লেমন, বিশিষ্ঠ মুক্তিযােদ্ধা মরহুম মােঃ ইলিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আসাদুল হক কাজল প্রমুখ। এই সকল সুধিজনের মহৎ উদ্যোগ আর সুচিন্তিত কার্যক্রমের ফসলই ছিল সেদিনের বগুড়া মহিলা কলেজ-এর গােড়া পত্তন। তারই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে তৎকালীন জেলা প্রশাসক মুহম্মদ নূরুজ্জামান ভূঁইয়ার প্রত্যক্ষ পৃষ্ঠপােষকতায় তদানীন্তন মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এ্যাডঃ মজিবর রহমান সাহেবের সহযােগীতায় ০৫/০৬/১৯৯৪ইং তারিখে অত্র বগুড়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রথম অধ্যক্ষের দায়িত্বপালন করেন তৎকালীন বগুড়ার পুলিশ সুপার জনাব সালাহউদ্দিন সাহেবের সুযােগ্য পত্নী জনাবা আলিয়া চৌধুরী। ১৩৫ জন ছাত্রী নিয়ে মালতীনগরস্থ একটি ভাড়া করা বাসায় কলেজের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে মাননীয় সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাননীয় সাবেক সংসদ সদস্য বেগম কামরুন্নাহার পুতুল, মরহুম ডাঃ ইয়াছিন আলী, প্রফেসর মােঃ মােখলেছুর রহমান, প্রফেসর মােঃ গুলজার রহমান প্রমুখ প্রতিথযশা ব্যক্তিবর্গের অনন্য ভূমিকায় কলেজটি পূর্ণাঙ্গতা লাভ করে। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে চলতে ১৯৯৭ সালে তৎকালীন মাননীয় সংসদ সদস্য মরহুমা বেগম কামরুন নাহার পুতুল মহােদয়ের প্রত্যক্ষ সহযােগিতায় বর্তমানে মালতীনগরের এসপি ব্রীজ সংলগ্ন স্থানে নিজস্ব জায়গায় কলেজটি স্থানান্তরিত হয় এবং ঐ বছরই কলেজটি এমপিও ভূক্তি লাভ করে। কলেজের বর্তমান সভাপতি জনাব শুভাশীষ পােদ্দার লিটন, অধ্যক্ষ মােঃ মােকাব্বর হােসেন, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারিবৃন্দের দৃঢ়পদক্ষেপ এবং অক্লান্ত পরিশ্রমে, গভর্নিং বডির সম্মানিত সদস্য এবং এলাকার গণ্যমান্য সুধিজনের সহযােগিতায় চাটাই নির্মিত ঘর থেকে আধাপাকা ভবন নির্মাণ, আবার আধাপাকা ভবন থেকে বৃহৎ আকার দুইটি চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ করে যুগােপযােগী মান নিয়ে সু-শৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বগুড়া জেলা প্রশাসন, বগুড়া জেলা পরিষদ প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোন অকাতরে সহযােগিতার হাত প্রসারিত করে প্রতিষ্ঠানকে এগিয়ে দিয়েছে কয়েক ধাপ। সুন্দর পরিসরে প্রজেক্টরের সাহায্যে ক্লাসে শিক্ষাদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বৃহৎ আইসিটি ল্যাবসহ বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক অনুমােদিত (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৫ সালে স্বহস্তে ভিত্তিপ্রস্থর স্থাপনকৃত) চারতলা বিশিষ্ট সুরম্য ও সুসজ্জিত অত্যাধুনিক বিল্ডিং ও শিক্ষা উপকরণসহ কলেজের যাবতীয় কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হচ্ছে। কলেজটি ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী অধিভূক্তি লাভ করে। ফলে এতদঞ্চলের নারীদের উচ্চ শিক্ষার দ্বার উন্মােচিত হয়েছে নতুন আলােকে।

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.