Time: 10:58 pm
Thursday, 09-Jan-2025

History

অধ্যক্ষ

পরিশ্রম ও গভির অনুশিলন সৌভাগ্যের প্রসুতি। যার উজ্জল দৃষ্টান্ত বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ, অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ২০০১ সালে বেড়ার ঘরে যে স্কুলের যাত্রা শুরু অতপর ২০০৪ সালে কলেজ পর্যায়ে উন্নীত হয় এবং ২০০৩ সালে বেসিক কোর্স চালু হয়। ২০০৪ সালে ভোকেশনাল শাখা এবং ২০১০ সালে এইচ এস (বিএম ) শাখা এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ তলা বিশিষ্ট নির্মানাধীন ভবনের ৪র্থ তলার নির্মান কার্যক্রম এবং সরকার কর্তৃক ১,১১,৩০, ০০০/- টাকার তিন তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ অব্যহত। এছাড়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ০২টি বাস রয়েছে। ১২০০ জন ছাত্র/ছাত্রীর কলকাকলিতে মুখরিত এক ক্যাম্পাস। বোপরীক্ষার ফলাফল বরাবরই ভাল। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ২০১১ সালে এস এস সি (ভোক) ৯ম স্থান এবং এইচ এস সি (বিএম) ৬ষ্ট স্থান, ২০১২ সালে এইচ এস সি (বিএম) ৭ম স্থান এবং ২০১৩ সালে এইচ এস সি (বিএম) অর্জনের মাধ্যমে কৃর্তিত্বের স্বাক্ষর রাখে।

#

© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.