কোলা আদর্শ কলেজটি নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছী উপজেলার পূর্ব দিকে ঐতিহাসিক বৌদ্ধবিহার হলুদবিহার 5 নম্বর কোলা ইউনিয়নের সুন্দর মনোরম পরিবেশে ২১-০১-১৯৯৫ খ্রি: প্রতিষ্ঠিত হয়।কলেজের জমির পরিমাণ ৩ একর। প্রাথমিক পর্যায়ে বাঁশের বেড়া ও টিনের ছাউনি বিশিষ্ট কয়েকটি শ্রেণিকক্ষ দিয়ে ছাত্র-ছাত্রী কর্মসূচি শুরু হয়। কলেজের প্রতিষ্ঠাতা অত্র এলাকার মরহুম নুরুল(দুলু) ও এলাকার গণ্যমান্য ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জনাব মোঃ আলিম উদ্দিন। তিন১৫-০৫-১৯৯৫ খ্রি: যোগদান করে এবং ০৮-১২-১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মরত ছিলেন।কলেজটি প্রথমে উচ্চ মাধ্য...




© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.