১৯৭০ সাল একজন আত্বনিবেদিত সমাজসেবী মানুষের উদ্যোগে এবং কিছু মহৎপ্রাণ মানুষের প্রচেষ্টায় শিক্ষার প্রসারে নওগাঁর বদলগাছী সরকারি কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণে সে আশায় বালি পড়ে। দেশ স্বাধীন হলো আবার একত্রিত হলো সবাই। সকল স্তরের মানুষেরা কলেজ প্রতিষ্ঠায় অংশ নেয়, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সৎ ইচ্ছায় প্রথমে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে টিনের বেড়া দিয়ে নির্মিত ঘরে ক্লাসের কার্যক্রম শুরু হয়। কেউ জমি দান করলো কেউ মেধা, কেউ কায়িক শ্রম; সবার চাওয়া ছিল কলেজটা প্রতিষ্ঠিত হোক। ১৯৮৭ সাল দেশের পরিচালনায় তখন হুসাইন মুহাম্মদ ইরশাদ; কলেজ সরকারি করন হয়। এখন বদলগাছী সরকারি কলেজ “ব...
© 2025, Designed & Developed by Sheba Digital Ltd.